মেটেরিয়া মেডিকা




x

সুচিপত্র বিস্তারিত আলোচনা
ঔষধ Aconite Napellus- অ্যাকোনাইট নেপেলাস।
তথ্যসূত্র ডাঃ ফারুকী সার।
BHMS —।
DHMS ১ম বর্ষ।
সমনাম ১. হেলমেট ফ্লাওয়ার ২. নেকডের বিষ ৩. একোনাইট ৪. ফ্রায়ার্স ক্যাপ।
উৎস প্রাণিজ।
প্রুভার ডা.ফ্রেডারিক হামফ্রেইজ।
ত্রিয়াস্থল মন, চক্ষু, ডিম্বকোষ, কিডনী, মূত্র থলি, গল নালী, সিরাস গ্ল্যান্ড ও চর্ম।
ঔষধের নিজস্ব কথা (১) আকস্মিকতা ও ভীষনতা।
(২) অস্থিরতা ও মৃত্যুভয়।
(৩) জ্বালা ও পিপাসা।
(৪) প্রচন্ড শীত বা গরমের প্রকোপ।
মানসিক লক্ষণ চরিত্রঃ দুশ্চরিত্রতা, অসন্তুষ্ট, বোকার ন্যায় ব্যবহার, গান করা।
চমকে ওঠাঃ ঘুমের মধ্যে।
স্মৃতিশক্তিঃ ভুলে যায়।
ভ্রান্ত বিশ্বাসঃ যেন সে গর্ভবতী।
প্রলাপঃ বিড়বিড় করে।
ভয়ঃ মৃত্যুর, কেহ বিষ খাওয়াবে এরূপ।
জিহ্বার লক্ষণ ১ম গ্রেডঃ লাল, শুস্কতা, স্ফীতি।
২য় গ্রেডঃ সাদা ফাটাযুক্ত, বাদামিবর্ণ, জিহবা দুলতে থাকে বা বহিনির্গমন, প্রান্ত লাল, হলদে, কম্পন, মসৃণ চকচকে বার্নিস করার ন্যায়, চিকন।
৩য় গ্রেডঃ জিহ্বা কন্টক খাড়া হয়ে থাকে।
পার্শ্ব ১ম গ্রেডঃ ডানে, ডানের পর বামে।
২য় গ্রেডঃ বামে।
৩য় গ্রেডঃ একপাশে।
গঠন ২য় গ্রেডঃ মেদ প্রবণতা, শীর্ণতা, শিশুদের শীর্ণতা।
মল ২য় গ্রেডঃ কঠিন, বৃহৎ শ্লেষ্মাযুক্ত বা পিচ্ছিল, দুর্গন্ধ।
৩য় গ্রেডঃ গুটি গুটি।
মূত্র জ্বালাঃ মূত্র ত্যাগকালে।
বর্ণঃ দুধের ন্যায়-(৩), হালকা হলুদ।
গন্ধঃ দুর্গন্ধ।
শয়ন ও নিদ্রা ১ম গ্রেডঃ ঘুম ঘুম ভাব।
২য় গ্রেডঃ চিৎ হয়ে, গভীর নিদ্রা।
৩য় গ্রেডঃ অতৃপ্তিকর নিদ্রা।
স্বপ্ন ২য় গ্রেডঃ উড়ে বেড়ানোর, দূরদেশ ভ্রমণের, বহুবস্তুর।
৩য় গ্রেডঃ উদ্ভট, ক্রোধ সম্বন্ধীয়, ।
একক লক্ষণঃ যেন সে একটি বালিকা, রেলপথে দূরদেশ ভ্রমণের।
স্নানে ২য় গ্রেডঃ উপশম।
কাতরতা ১ম গ্রেডঃ গরমকাতর।
পিপাসা প্রকৃতিঃ পিপাসা-(১), জ্বালাকর, তীব্র-(১), অত্যধিক-(২), অদম্য-(২)।
শীতাবস্থারঃ সময়-(৩)।
পরিমাণঃ বার বার অল্প অল্প-(১)।
পিপাসাহীনতাঃ পিপাসাহীনতা-(৩), জ্বরের সময়-(৩)।
ক্ষুধা ৩য় গ্রেডঃ অভাব।
ইচ্ছা ২য় গ্রেডঃ দুধ, টক।
অসহ্য খাদ্য ৩য় গ্রেডঃ ঠান্ডা পানীয়ে, মধু।
উপযুক্ত খাদ্য দুধ, ঠান্ডা পানীয়ে।
মায়াজম সোরিক(+), সিফিলিটিক(++),সাইকোটিক(++), টিউবারকুলার(+)।
হ্রাস-বৃদ্ধি বৃদ্ধিঃ গরম ঘরে, উত্তাপ ও নড়াচড়ায়, রাতে। হ্রাসঃ ঠান্ডা, গোসলে, মুক্ত বাতাসে।
ওষুধের সাথে সম্পর্ক অনুপূরক ঔষধঃ Natrium Muriaticum
পরবর্তী ঔষধঃ Arnica Mont, Arsenic Alb, Graphitic, Idiom, Lycopodium, Pulsatila, Natrum Mur, Stramonium, Sulphar.
শত্রুভাবাপন্ন ঔষধঃ Rhus toxicodendron
প্রতিষেধক ঔষধঃ এসিড কার্বলিক, এসিড লাকেসিস, ক্যানথারিস, ইপিকাক, লিডমপাল, নেট্রামা মিউর, প্লানটেগো
ক্রিয়াকাল ৭-১৫ দিন।


উপযোগিতা
মৌমাছি হুল ফুটালে যেরুপ জ্বালা যন্ত্রণা হয়, সেরুপ জ্বালা যন্ত্রনা, অত্যন্ত স্পর্শকাতরতা, রোগ লক্ষণ সমূহ তীব্র ও দ্রুতবেগে আসে।
সমস্ত শরীরে বা চোখের নিচের পাতায় শোথ বা ফোলা।
তৃষ্ণার অভাব, ঘামের অভাব, প্রস্রাবের পরিমাণ কম।
অত্যন্ত বিমর্ষ ও অতি সহজেই কেঁদে ফেলে, যেন না কেঁদে থাকতে পারে না, খিটখিটে স্বভাব, অত্যন্ত ব্যস্ত ও চঞ্চল।
কোন কাজ করতে গেলে হাতের জিনিস পরে যায়।
ডিম্বাকোষে থেৎলানো বেদনা।


মানসিক লক্ষণ
অন্য মনস্ক, পূর্ন মনোযোগ দেয়া সম্ভব নয়।
উদাসিনতা এবং বিরক্তী।
হাত হইতে দ্রব্য পড়ে যাওয়া, অন্য মনস্ক হইয়া কিছু পড়ে গেলে হাসিয়া ফেলা।
অচেনা ভাব, স্মৃতি শক্তি দূর্বলতা।
সর্বদা কাদে, শিশুগন কর্বদা ঘ্যান ঘ্যান করে কাদে এবং নিদ্রাবস্থায় চিতকার দিয়ে উঠে।
শিশুকে সন্তষ্ট করা খুব মুশকিল।
একা থাকতে ভয়, ব্যাস্ত এবং অস্থিরতা।
বিধবাগনের যৌন সংগম করতে ইচ্ছা বৃদ্ধি পায়।ততসহ ঈর্ষা পরায়ন।
অত্যান্ত অস্থিরতা।
নির্বধ ও সন্দেহ প্রবন।


চরিত্রগত লক্ষণ
ইহার শিশু ভয়ানক বদ মেজাজী। রাগ ও বিরক্তির জন্য পীড়ার উতপত্তি।
দিনরাত কেবল ঘ্যান ঘ্যান করে কাদে। কোলে লইয়া ঘুরে বেড়াইলে চুপ করে থাকে। বা আরাম পায়, চুপ করে।
খোলা বাতাসে সহ্য হয় না। ইহার যন্ত্রনা গরমে, ঠান্ডা প্রয়োগে, ঠান্ডা বাতাসে কোন কিছুতেই উপশম হয়না। বরং বৃদ্ধি পায়।
যে কোন বেদনাই হোক রোগী সহ্য করতে পারে না। কাতর হইয়া পড়ে। কেউ সান্তনা দিলে আরো অসহ্য হয়।
সর্ব শরীর ঠান্ডা, কিন্তু মুখ মন্ডল ও নিশ্বাস গরম, কপালে ও মাথায় চট চটে ঘাম।
এক দিকের গাল হরম, লাল ও অন্যটি ফ্যাশে, ঠান্ডা।
রাত্রি ১২টার পর থেকে উপসর্গ থাকে না।
পায়ের তলা জ্বালা সে জন্য পা বিছানায় বাহিরে রাখে।
রোগ অল্প হোক আর বেশি হোক যন্ত্রনা মোটেই সহ্য করতে পারেনা।
সকল উপসর্গ রাত্রে বেশি।
দন্তশুলে গরম জল মুখে নিলে যন্ত্রনা বৃদ্ধি পায়।
বর্হি বায়ু আসিয়া উত্তপ্ত ঘরে প্রবেশ করে দন্তশুল বাড়ে।
মল পাতলা জ্বলের ন্যায় সবুজ রংয়ের মত, গরম ও দুগন্ধ যুক্ত মল, মল দ্বার হাজিয়া যায়।
x

সুচিপত্র বিস্তারিত আলোচনা
ঔষধ Apis Mellifica- এপিস মেলিফিকা।
তথ্যসূত্র ডাঃ ফারুকী সার।
BHMS —।
DHMS ১ম বর্ষ।
সমনাম এপিয়াম ভাইরাস, মৌমাছির বিষ।
উৎস প্রাণিজ।
প্রুভার ডা.ফ্রেডারিক হামফ্রেইজ।
ত্রিয়াস্থল মন, চক্ষু, ডিম্বকোষ, কিডনী, মূত্র থলি, গল নালী, সিরাস গ্ল্যান্ড ও চর্ম।
ঔষধের নিজস্ব কথা মূত্র স্বল্পতা ও মুত্রকষ্ট।
জ্বালা ও ফোলা, চোখের নিম্নপাতা ফোলা।
স্পর্শকাতরতা ও গরমকাতরতা।
সূচীবিদ্ধবৎ বেদনা। পিপাসাহীনতা।
মানসিক লক্ষণ চরিত্রঃ দুশ্চরিত্রতা, অসন্তুষ্ট, বোকার ন্যায় ব্যবহার, গান করা।
চমকে ওঠাঃ ঘুমের মধ্যে।
স্মৃতিশক্তিঃ ভুলে যায়।
ভ্রান্ত বিশ্বাসঃ যেন সে গর্ভবতী।
প্রলাপঃ বিড়বিড় করে।
ভয়ঃ মৃত্যুর, কেহ বিষ খাওয়াবে এরূপ।
জিহ্বার লক্ষণ ১ম গ্রেডঃ লাল, শুস্কতা, স্ফীতি।
২য় গ্রেডঃ সাদা ফাটাযুক্ত, বাদামিবর্ণ, জিহবা দুলতে থাকে বা বহিনির্গমন, প্রান্ত লাল, হলদে, কম্পন, মসৃণ চকচকে বার্নিস করার ন্যায়, চিকন।
৩য় গ্রেডঃ জিহ্বা কন্টক খাড়া হয়ে থাকে।
পার্শ্ব ১ম গ্রেডঃ ডানে, ডানের পর বামে।
২য় গ্রেডঃ বামে।
৩য় গ্রেডঃ একপাশে।
গঠন ২য় গ্রেডঃ মেদ প্রবণতা, শীর্ণতা, শিশুদের শীর্ণতা।
মল ২য় গ্রেডঃ কঠিন, বৃহৎ শ্লেষ্মাযুক্ত বা পিচ্ছিল, দুর্গন্ধ।
৩য় গ্রেডঃ গুটি গুটি।
মূত্র জ্বালাঃ মূত্র ত্যাগকালে।
বর্ণঃ দুধের ন্যায়-(৩), হালকা হলুদ।
গন্ধঃ দুর্গন্ধ।
শয়ন ও নিদ্রা ১ম গ্রেডঃ ঘুম ঘুম ভাব।
২য় গ্রেডঃ চিৎ হয়ে, গভীর নিদ্রা।
৩য় গ্রেডঃ অতৃপ্তিকর নিদ্রা।
স্বপ্ন ২য় গ্রেডঃ উড়ে বেড়ানোর, দূরদেশ ভ্রমণের, বহুবস্তুর।
৩য় গ্রেডঃ উদ্ভট, ক্রোধ সম্বন্ধীয়, ।
একক লক্ষণঃ যেন সে একটি বালিকা, রেলপথে দূরদেশ ভ্রমণের।
স্নানে ২য় গ্রেডঃ উপশম।
কাতরতা ১ম গ্রেডঃ গরমকাতর।
পিপাসা প্রকৃতিঃ পিপাসা-(১), জ্বালাকর, তীব্র-(১), অত্যধিক-(২), অদম্য-(২)।
শীতাবস্থারঃ সময়-(৩)।
পরিমাণঃ বার বার অল্প অল্প-(১)।
পিপাসাহীনতাঃ পিপাসাহীনতা-(৩), জ্বরের সময়-(৩)।
ক্ষুধা ৩য় গ্রেডঃ অভাব।
ইচ্ছা ২য় গ্রেডঃ দুধ, টক।
অসহ্য খাদ্য ৩য় গ্রেডঃ ঠান্ডা পানীয়ে, মধু।
উপযুক্ত খাদ্য দুধ, ঠান্ডা পানীয়ে।
মায়াজম সোরিক(+), সিফিলিটিক(++),সাইকোটিক(++), টিউবারকুলার(+)।
হ্রাস-বৃদ্ধি বৃদ্ধিঃ গরম ঘরে, উত্তাপ ও নড়াচড়ায়, রাতে। হ্রাসঃ ঠান্ডা, গোসলে, মুক্ত বাতাসে।
ওষুধের সাথে সম্পর্ক অনুপূরক ঔষধঃ Natrium Muriaticum
পরবর্তী ঔষধঃ Arnica Mont, Arsenic Alb, Graphitic, Idiom, Lycopodium, Pulsatila, Natrum Mur, Stramonium, Sulphar.
শত্রুভাবাপন্ন ঔষধঃ Rhus toxicodendron
প্রতিষেধক ঔষধঃ এসিড কার্বলিক, এসিড লাকেসিস, ক্যানথারিস, ইপিকাক, লিডমপাল, নেট্রামা মিউর, প্লানটেগো
ক্রিয়াকাল ৭-১৫ দিন।


উপযোগিতা
মৌমাছি হুল ফুটালে যেরুপ জ্বালা যন্ত্রণা হয়, সেরুপ জ্বালা যন্ত্রনা, অত্যন্ত স্পর্শকাতরতা, রোগ লক্ষণ সমূহ তীব্র ও দ্রুতবেগে আসে।
সমস্ত শরীরে বা চোখের নিচের পাতায় শোথ বা ফোলা।
তৃষ্ণার অভাব, ঘামের অভাব, প্রস্রাবের পরিমাণ কম।
অত্যন্ত বিমর্ষ ও অতি সহজেই কেঁদে ফেলে, যেন না কেঁদে থাকতে পারে না, খিটখিটে স্বভাব, অত্যন্ত ব্যস্ত ও চঞ্চল।
কোন কাজ করতে গেলে হাতের জিনিস পরে যায়।
ডিম্বাকোষে থেৎলানো বেদনা।


মানসিক লক্ষণ
অন্য মনস্ক, পূর্ন মনোযোগ দেয়া সম্ভব নয়।
উদাসিনতা এবং বিরক্তী।
হাত হইতে দ্রব্য পড়ে যাওয়া, অন্য মনস্ক হইয়া কিছু পড়ে গেলে হাসিয়া ফেলা।
অচেনা ভাব, স্মৃতি শক্তি দূর্বলতা।
সর্বদা কাদে, শিশুগন কর্বদা ঘ্যান ঘ্যান করে কাদে এবং নিদ্রাবস্থায় চিতকার দিয়ে উঠে।
শিশুকে সন্তষ্ট করা খুব মুশকিল।
একা থাকতে ভয়, ব্যাস্ত এবং অস্থিরতা।
বিধবাগনের যৌন সংগম করতে ইচ্ছা বৃদ্ধি পায়।ততসহ ঈর্ষা পরায়ন।
অত্যান্ত অস্থিরতা।
নির্বধ ও সন্দেহ প্রবন।


চরিত্রগত লক্ষণ
ইহার শিশু ভয়ানক বদ মেজাজী। রাগ ও বিরক্তির জন্য পীড়ার উতপত্তি।
দিনরাত কেবল ঘ্যান ঘ্যান করে কাদে। কোলে লইয়া ঘুরে বেড়াইলে চুপ করে থাকে। বা আরাম পায়, চুপ করে।
খোলা বাতাসে সহ্য হয় না। ইহার যন্ত্রনা গরমে, ঠান্ডা প্রয়োগে, ঠান্ডা বাতাসে কোন কিছুতেই উপশম হয়না। বরং বৃদ্ধি পায়।
যে কোন বেদনাই হোক রোগী সহ্য করতে পারে না। কাতর হইয়া পড়ে। কেউ সান্তনা দিলে আরো অসহ্য হয়।
সর্ব শরীর ঠান্ডা, কিন্তু মুখ মন্ডল ও নিশ্বাস গরম, কপালে ও মাথায় চট চটে ঘাম।
এক দিকের গাল হরম, লাল ও অন্যটি ফ্যাশে, ঠান্ডা।
রাত্রি ১২টার পর থেকে উপসর্গ থাকে না।
পায়ের তলা জ্বালা সে জন্য পা বিছানায় বাহিরে রাখে।
রোগ অল্প হোক আর বেশি হোক যন্ত্রনা মোটেই সহ্য করতে পারেনা।
সকল উপসর্গ রাত্রে বেশি।
দন্তশুলে গরম জল মুখে নিলে যন্ত্রনা বৃদ্ধি পায়।
বর্হি বায়ু আসিয়া উত্তপ্ত ঘরে প্রবেশ করে দন্তশুল বাড়ে।
মল পাতলা জ্বলের ন্যায় সবুজ রংয়ের মত, গরম ও দুগন্ধ যুক্ত মল, মল দ্বার হাজিয়া যায়।