Nux Vomica_নাক্স ভমিকা



নাক্স ভুমিকা হোমিওপ্যাথির এক অমূল্য সম্পদ। এটিকে হোমিওপ্যাথির পরশমণি বলা চলে। এটি দেহের প্রায় ৭৫% রোগ আরোগ্য করে থাকে। যখন আপনি দেখবেন রোগীর রোগ লক্ষণের প্রাকৃতিক লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ নানা প্রকার অপচিকিৎসার ফলে রোগীচিত্র বিক্ষিপ্ত হয়ে গেছে। নির্বাচন করতে পারছেন না কি দিবেন তখন বুঝবেন তাঁর দরকার একডোজ নাক্স ভূমিকা। এজন্য অনেকে কথা নাই বার্তা নাই রোগী আসিবামাত্র নাক্স দিয়ে থাকেন সেটাও ঠিক না।

হ্যানিম্যান বলেন, ‘যেসব রোগী বিভিন্ন ধরণের ওষুধ দ্বারা চিকিৎসা করিয়েছেন তাদের ক্ষেত্রে চিকিৎসা শুরু করার সময় নাক্স ভুমিকা একটি উত্তম ওষুধ’।

বৈশিষ্ট্যঃ এ ওষুধের ব্যবহারের কারণের ক্ষেত্রটি হলো আধুনিক জীবন যাত্রার প্রতিটি কাজে “অতিরিক্ত” বিশেষণটির ব্যবহার। যেমন-
1. অতিরিক্ত রাতজাগরণ।
2. অতিরিক্ত হস্তমৈথুন বা নারী/পুরুষ সম্ভোগ।
3. অতিরিক্ত পড়াশোনা।
4. অতিরিক্ত বিলাস-বহুল জীবন যাপন করা।
নাক্সের বিষাক্ততার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আক্ষেপ ও খেঁচুনি যা শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করে মৃত্যু ঘটায়।


x

সমনামঃ কুচিলা, পয়জন নাট, স্ট্রিকনাস নাক্স ভমিকা।
বাংলাদেশী নামঃ কুঁচিলা, কুপিলু, কাজরা, ক্যালাকুচ। কুচিল বীজ সুক্ষ্মরূপে চূর্ণ করে প্রস্তুত করা হয়
উৎসঃ উদ্ভিজ
প্রুভারঃ ডা. স্যামুয়েল হ্যানিম্যান, ডা. স্ট্রাক, ওয়াহেল, ফ্লেমিং, হার্টলব, স্ট্রিংস, বেরিজ।
কাতরতাঃ শীতকাতর
মায়াজমঃ সোরিক, সাইকোটিক, টিউবারকুলার, সিফিলিটিক।
ক্রিয়াস্থলঃ স্নায়ু ও পিত্ত ধাতু, জ্ঞান শক্তি, পুষ্টি সাধন, পাকাশয়, যকৃত, অন্ত্র, মূত্রাশয়, জরায়ু। দেহের প্রায় প্রতিটি অঙ্গে নাক্স ভমিকা ক্রিয়া প্রকাশ করে।
সাইডঃ ডানপাশ, ওপরে ডানপাশ নিচে বামপাশ, ওপরে বামপাশ নিচে ডানপাশ, বামপাশ হতে ডানপাশ।

রোগের উৎপত্তি– অনেক দিন ধরিয়া গরম মসলা খাইয়া, গুরুপাক খাদ্যাদি আহার করিয়া, অধিক দিন ধরিয়া বেশী মাত্রায় বিভিন্ন ঔষধ সেবন করিয়া, কোকেন, আফিম, তামাক প্রভৃতি মাদক দ্রাব্যাদি ব্যবহার করিয়া কোন পীড়ার উৎপত্তি হইলে।

প্রয়োগকাল– সন্ধ্যাকালে সেবন করিলে নাক্স ভমিকার উত্তম ফল পাওয়া যায়।
মনে রাখবেন নাক্স ভুমিকা এর অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণঃ শীতকাতর , স্পর্শ কাতর , পরিচ্ছন্নতা।

অনুপূরক- সালফার প্রায় সব রোগেই অনুপূরক।
অনিষ্টকারক- জিঙ্কাম কখনই এর আগে বা পরে ব্যবহৃত হয় না।
সদৃশ- আর্স, ইপি, ফস, সিপিয়া, সালফারের পর ভাল খাটে।

x

উৎস–পয়জন নাট বা কুঁচিলা হইতে এই ঔষধ প্রস্তুত হয়। লম্বায় দেড় হইতে ৪ ইঞ্চি এবং এক হইতে তিন ইঞ্চি প্রশস্ত হয়। শীত কালে এই সকল গাছে ছোট ছোট সবুজ ও সবুজ ও সাদা ফুল ফুটিয়া থাকে। শাখাগুলি এলোমেল। এর প্রত্যেক ফলে ১-৫ টি করে বীজ থাকে। হোমিওপ্যাথিতে এর বীজবিচূর্ণ করে টিংচার প্রস্তুত হয়। সেই টিংচার থেকে শক্তিতে রুপান্তর করে ব্যবহার করা হয়।

প্রাপ্তিস্থান– বাংলাদেশ, ভারতের মালদহের জঙ্গলে, উড়িষ্যা, মালাবার ও করমগুলের প্রান্তে, সিংহল এবং ইষ্ট ইন্ডিজে এই সকল বৃক্ষ জন্মিয়া থাকে।

x

বৃদ্ধি ও হ্রাস বা উপশমঃ [বৃদ্ধি] আহারের পর, মানসিক পরিশ্রমে, ক্রোধের ফলে, সকাল বেলায় নিদ্রার ব্যঘাত ঘটিলে, মানসিক আবেগে। [হ্রাস] সন্ধ্যাকালে, বিশ্রামের ফলে, উত্তাপে।

Modalities: [Worse], cold moist wind, cold food, cold washing, lying on painful side, motion, jar. [Better], warmth, dry weather.

Modalities: [Worse], morning, mental exertion, after eating, touch, spices, stimulants, narcotics, dry weather, cold. [Better], from a nap, if allowed to finish it; in the evening, while resting in damp, wet weather (Caust.), hard strong pressure.

x

অর্শ পীড়া–অনবরত বাহ্যের ইচ্ছা ও বেগ, অথচ বাহ্যে খোলসা হয় না, এই লক্ষণসহ অর্শরোগে মলদ্বার হইতে রক্ত নির্গমন, মলদ্বারে অত্যন্ত কুটকুট করা ও চুলকানি থাকিলে নাক্স ভূমিকা উপযোগী। লিভার পীড়া–লিভার স্ফীত, বড় এবং শক্ত, তাহাতে বেদনা, সময়ে সময়ে তথায় শূল বেদনার মত একপ্রকার বেদনা হয় ও তাহার সহিত জ্বার থাকে। নেশাখোর, অমিতচারী এবং যাহারা প্রায়ই জোলাপ ব্যবহার ও গুরুপাক দ্রব্যাদি ভোজন করে, তাহাদের পীড়ায় নক্স উপযোগী। অর্জীন, কোষ্ঠকাঠিন্য, উদরাময়, আমাশয়, হিক্কা, শূল বেদনা, মদ্য পানের মন্দ ফল, অতিরিক্ত মসলাযুক্ত খাদ্য ও অত্যধিক রতিক্রিয়ার মন্দ ফল, ন্যাবা, হার্নিয়া, জ্বর পীড়া, প্রস্রাবের পীড়া, প্রমেহ, মুখে ব্রণ, সর্দি কাশি, স্ত্রী রোগে, হিষ্টিরিয়া, দন্ত ও কর্ণপীড়া, হাঁপানি, স্বপ্নদোষ।

x

অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত ইন্দ্রিয়সেবা কিংবা অতিরিক্ত রাত জাগরণ জনিত অসুস্থতা।
বারম্বার মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপশম বোধ।
জিদ বা মনের দৃঢ়তা ঈর্ষাও হঠকারিতা।
শীতকাতরতা, স্পর্শকাতরতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা।

x

অত্যন্ত শীতকাতর, ঠান্ডা বাতাস অসহ্য, জামা কাপর খোলতে পারেনা।
বার বার নিস্ফল মলবেগ, পায়খানা করার পর মনে হয় মল রয়ে গেছে, আরও একটু হলে ভাল হত, এ জন্য অনেক সময় ধরে চেষ্টা করে।
আক্ষেপ ও স্পর্শকাতরতা, শব্দ, আলো, গন্ধ সহ সমস্ত ইন্দ্রিয়ের অতিরিক্ত অনুভূতি, সামান্য রোগেই অত্যন্ত কাতর হয়ে পরে।
অত্যন্ত হিংসুক, বদরাগী ও অধৈর্য, অল্পতেই ভয়ানক রেগে যায়।
সন্ধ্যার সময়েই অত্যন্ত ঘুম পায়, রাত্রি ২টা থেকে ৩টার সময় ঘুম ভেঙ্গে যাওয়ার পর দুই এক ঘন্টা মনের মধ্যে নানারূপ চিন্তার উদয় হয় এবং আবার ঘুম আসে, বেলা করে ঘুম ভাঙ্গে, ঘুম ভাঙ্গার পর শরীর ক্লান্ত ও খারাপ অনুভূত হয়।
টক ও তিতা ঢেঁকুর উঠে এবং সকালে বমি ভাব হয়।
পাকস্থলীর লক্ষণের সহিত শ্বাসকষ্ট।

x

রোগ চেহারা, মেজাজ খিটখিটে, অতি সাবধানী, হিংসূটে, চুল কালো, পৈত্তিক ও রক্তপ্রধান ধাতু, একটুতেই ঝগড়া শুরু করে দেয়, মনে বিদ্বেষভাব, স্নয়ুবিক ও বিষাদগ্রস্ত- এমন রোগীদের ক্ষেত্রে উপযোগী।
স্নয়ুবিক প্রকৃতির অমিতচারী লোক যারা অজীর্ণ ও অর্শরোগে ভোগে (উক্ত লক্ষণে পাতলা চুল, নীল চোখ রোগীদের-লোবে) তাদের রোগে প্রযোজ্য।
যাদের অদম্য উৎসাহ, অধৈর্য্য, রাগী, প্রতারক (কথায় কথায় মিথ্যা কথা বলে), মেজাজ খিটখিটে সাথে উদ্বেগ, আত্মহত্যা করতে ইচ্ছা অথচ মরতে ভয় পায় তাদের রোগে নাক্সভম উপযুক্ত ঔষধ।
মিথ্যা রোগ কল্পনা, সাহিত্য রসিক, পড়াশোনা করতে ভালবাসে ও যারা বেশীর ভাগ সময় ঘরে বসে সময় কাটায়, দৈহিক পরিশ্রমের অভাবে হজমের গোলমাল, পেটের গোলমাল ও কোষ্ঠকাঠিন্যে ভোগে, বিশেষত: যারা মদ্যপ- তাদের উক্ত সব লক্ষণে উপযোগী।
বাহিরের কোন আলোচনায়, গোলমালে, গন্ধে, আলোতে, গান বাজনায় অত্যধিক আগ্রহ ও অনুভূতি। সামান্য অসুস্থতায় কাতর হয়ে পড়ে (ক্যামো), নির্দোষ কথাতেই দোষ ধরে (ইগ্নে)-এমন লোকের রোগে উপযোগী।

x

মলত্যাগে তৃপ্তি হয় না, অল্প মলত্যাগ হয় (উপর পেটে অস্বস্তির সাথে ঐরূপ লক্ষণে- ইগ্নে, ভিরেট্রাম), যেন সবটা মল বের হল না- এইরকম মনে হয়।
মানসিক অস্বস্তির সাথে বারে বারে পায়খানায় যেতে ইচ্ছা করে, নিস্ফল মলবেগ, মলত্যাগ হলে কিছুক্ষণের জন্য ঐভাব কমে।
সকালে ঘুম থেকে উঠলে ও মানসিক পরিশ্রমের পরে ঐরূপ নিস্ফল মলবেগ (অন্ত্রের নিস্ক্রিয়তা, মলত্যাগের কোন ইচ্ছাই থাকে না- ব্রায়ো, ওপি, সালফার) হলে ব্যবহার্য।
যারা সারা জীবন ধরে বিরোচক ঔষধে অভ্যস্ত তাদের একবার কোষ্ঠকাঠিন্য আর একবার উদরাময় হতে থাকলে এ ঔষধ উপযোগী।
অন্ত্র অবরুদ্ধ হয়ে নাভীস্থানের হার্নিয়া হলে উপযোগী।

x

কম্পারেটিভ স্টাডি- ১
নাক্সের রোগীরাও সালফারের মত কুঁজো হয়ে চলে।-নাক্স পরিষ্কার পরিচ্ছন্ন ও অধ্যবসায়ী। সালফার অপরিষ্কার নোংরা এবং অলস। সালফার গরমকাতর আর নাক্স শীতকাতর। হিংসুক,রাগী,ঈর্ষাপরায়ণ এ লক্ষণত্রয় এপিস,ল্যাকেসিসসহ আরো অনেক ঔষধে আছে। নিষ্ফল মলত্যাগের বেগ নাক্সকে চেনার একটি চমৎকার চাবি।

আমাশয়ে নাক্স,মার্কসল এবং মার্ক করের পার্থক্য: নাক্স- মলের পরিমাণ অল্প,রক্তযুক্ত আম,কখনও শুধু সাদা আম অথবা শুধু রক্ত যেতে থাকে।পায়খানা করার আগে ও পায়খানা করার সময়ে অত্যন্ত তীব্র পেটব্যথা হয়। মলত্যাগ করার পরেও স্বস্তি পায়না। মার্কসল- তীব্র পেটব্যথা এবং কোঁথানি থাকে।পায়খানা হওয়ার পরও কোঁথানি বিদ্যমান থাকে।সাদা আমের সাথে রক্তমিশ্রিত থাকতে দেখা যায়,মল আলকাতরার মত কালো বর্ণেরও হতে পারে। মার্ক কর- মল কখনও রক্ত,কখনও আম মিশ্রিত হতে দেখা যায়।কোঁথানি এবং রক্তপাতের মাত্রা অন্য ঔষধের থেকে বেশি থাকে। সেইসাথে রোগী পেটের একটানা ব্যথায় কষ্ট পেতে থাকে।

নাক্সের রোগীদের জেদ,ঈর্ষা,অধ্যবসায়ী মনোবল,গলা থেকে পায়ুপথ পর্যন্ত ক্রিয়াধারা এর এন্টিসাইকোটিক ক্ষমতাকেই নির্দেশ করে। তবে এর প্রভাব কমবেশি সকল মায়াজমের বিরুদ্ধে কার্যকরী হতে দেখা যায়।

অল্পে tention feel করে, কোথাও যাওয়ার পূর্বে ঘন ঘন bath room যায়। লক্ষণগুলো আর্জেন্ট নাইটের কথা স্মরণ করিয়ে দিল। স্মার্ট ত্রয়ী বলা হয় তিনটি ঔষধ।-একটি নাক্স,অপরটি আর্সেনিক,আরেকটি লাইকো। Smart trio is sulfur,calc carb and lycopodium.)

Nux এর মন: হিংসুটে, ঈর্ষা পরায়ন, সহ্য শক্তি নেই। puls এর বিপরীত , শীত কাতুরে , পরিষ্কার – পরিচ্ছন্ন । superior দের tolerate করতে পারে না । অল্প চাপেই tensed , nervusness বেশী , কৃপণ নয় । কথা মনে রাখে , বদলা নেই ।

কম্পারেটিভ স্টাডি- ২
খেতে বসলেই পায়খানায় ধরে, পাতের ভাত রেখে পায়খানায় যায়, কাজ সেরে এসে বাকি খাবার শেষ করে- নাক্স এ লক্ষণে চোখ বন্ধ করে দেয়া যায়। ওটা নাক্স এর একক লক্ষন . অন্যগুলোর সাথে তার ভিন্নতা আছে। সহজ পার্থক্য হল- পায়খানায় গেলে তার বেগ চলে যায়, একটু বের হয়ে পায়খানায় বেগ নেই, তাই চলে আসে পরে আবার যায়। কিন্তু অন্য ঔষধ গুলোতে পায়খানা হয়।

বার বার পায়খানায় যায়, কিন্তু ক্লিয়ার হয় না, মনে হয় পেটে পায়খানায় পুরা। কিন্তু পায়খানায় গেলে অল্প একটু হয়ে বেগ চলে যায়। বাথ রুম থেকে ফেরার কিছুক্ষন পর আবার বাথরুমে যেতে হয়। অর্থাৎ তার পায়খানা ক্লিয়ার হয় না।এটি নাক্স এর চমৎকার নক্ষন I

অনেক ডাক্তার আছেন আমাশয় বা বিকার শুনলে চোখ বন্ধ করে মার্কসল দেন, অথচ আমাশয়ে নাক্স দারুন কাজ করে। শুধু লক্ষনের ভিন্ন তা বের করতে পারলেই হল নাক্স, মার্কসল, মার্ককর এ তিনটি ঔষধের আমাশয়ের লক্ষন নিয়ে কেউ পার্থক্য তুলে ধরবেন?

(nux severe pain before stool, after stool,pain relived, more pain and blood+mucous in merc sol,after stools pain no more relived, severe pain huge hot red blood and most tenesmus in merc cor,and no relived after stool.)

কম্পারেটিভ স্টাডি- ৩
আমাশয়ে নাক্স,মার্কসল এবং মার্ককরের পার্থক্য:

নাক্স- মলের পরিমাণ অল্প, রক্তযুক্ত আম, কখনও শুধু সাদা আম অথবা শুধু রক্ত যেতে থাকে। পায়খানা করার আগে ও পায়খানা করার সময়ে অত্যন্ত তীব্র পেটব্যথা হয়। মলত্যাগ করার পরেও স্বস্তি পায়না।
মার্কসল- তীব্র পেটব্যথা এবং কোঁথানি থাকে।পায়খানা হওয়ার পরও কোঁথানি বিদ্যমান থাকে।সাদা আমের সাথে রক্তমিশ্রিত থাকতে দেখা যায়,মল আলকাতরার মত কালো বর্ণেরও হতে পারে।
মার্ককর- মল কখনও রক্ত,কখনও আম মিশ্রিত হতে দেখা যায়। কোঁথানি এবং রক্তপাতের মাত্রা অন্য ঔষধের থেকে বেশি থাকে। সেইসাথে রোগী পেটের একটানা ব্যথায় কষ্ট পেতে থাকে।

নাক্স কে বলা হয় আধুনিক যুগের ঔষধ। যে সকল লোক শাররীক পরিশ্রম না করে অফিসে বসে বসে কাজ করে, তাদের যে কোন রোগে নাক্স ভাল কাজ করে। তবে নাক্স এক অন্যান্য লক্ষন মিলিয়ে দিতে পারলে ঔষধটা খুব ভাল কাজ করে।

ককিউলাস ইন্ডিকা- রাত জেগে রোগ হলে ককিউলাস ইন্ডিকা ভাল কাজ করে। নাক্স এর সাথে তার পার্থক্য হল- যদি কেউ হঠাৎ করে ২/৩, দিন ঘুম যায়নি, রোগী দেখাশুনা করা, বিয়ে বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত থাকায় ঘুম মেরে রোগের উৎপত্তি সে ক্ষেত্রে ককিউলাস ভাল কাজ করে। কিন্তু যারা সব সময় ঘুমে মারে যেমন নার্স, ডাক্তার, দারোয়ান, বর্তমান যুগের ফেসবুক ব্যবহার কারীরা যারা রাত জেগে ফেসবুক টুইটার ব্যবহার করে, প্রেমিকের সাথে কথা বলে, অর্থাৎ নির্দিষ্ট সময় ঘুম যায় না, রুটিন মেনে চলে না তাদের ক্ষেত্রে নাক্স চমৎকার কাজ করে। এ পার্থক্য টা বুঝতে পারলে নাক্স ও ককিউলাস প্রয়োগে ভুল হওয়ার কথা নয়।

নাক্স ভোম মাদার টিংচার কখনো প্রয়োগ উচিত নয়। এটি খুব টক্সিক। রোগীর ক্ষতি হয়। এটি ৩০ শক্তি থেকে উপরের দিকে ব্যবহার করা উচিত। ৩০ শক্তি ও ২০০ শক্তি ভাল কাজ করে। নাক্স ঔষধ প্রয়োগের পর সালফার প্রয়োগে ঔষধের কাজ আরো তরান্বিত হয়। এটি সকাল বেলা প্রয়োগ উচিত নয় । কারণ এতে রোগীর মেজাজ খিট্খিটে থাকবে। নাক্স ঔষধ প্রয়োগের উত্তম সময় হলো সন্ধ্যার পর পর একবার, রাতে ঘুমানোর পূর্বে আরেক বার। সকাল ও দুপুরে ফাই্টাম দেবেন। আমি সাধারনত নাক্স ও সালফার সহস্রতমিক ঔষধ ৪ দিন অল্টারনেটিব বসে দেয়ার পক্ষপাতি। শততমিক হলে শুধু নাক্স দিই সহস্রতমিক হলে ৪ দিন নাক্স, তার পর ৪ দিন সালফার এভাবে দেয়া যায়।

অনেক শিশু ভাত খেতে বসলেই ওর পায়খানায় ধরে। ২/১ লোকমা খেয়ে পায়খানায় যায়। এখান থেকে এসে বাকি ভাত শেষ করে- এক্ষেত্রে কয়েক মাত্রা নাক্স প্রয়োগে ভাল কাজ হয়। তবে সেই সাথে রাসটক্স, ব্রায়েনিয়া, কেলেনডুলা Q, কেন্থারিজ Q ও রাখা চাই।
নাক্সের রোগী সামান্যতে অস্থির ও রেগে আগুন হয়ে যায়। অসহ্যতা এর মূলমন্ত্র।

কম্পারেটিভ স্টাডি- ৪
এক ডাক্তারের দীর্ঘ ৭/৮ মাস ধরে মাথা ঘোরা। হাঁটতে গেলে, কাজ করতে গেলে, মাথা ঘুরতে থাকে মনে হয় পরে যাবে। অনেক দিন ভিটামিন, ক্যালসিয়াম খেয়ে ও কাজ হচ্ছে না। ওনি বললেন মাথা ঘোরা, সাথে শক্ত পায়খানা, পায়খানা ক্লিয়ার হয় না। যেহেতু ওনি ডাক্তার দিন রাত কাজ করতে হয়। রুটিন মাফিক কাজ করতে পারেনা, রুটিন মত ঘুমাতে পারেনা, তাই প্রেসকাইব করলাম নাক্স। কয়েক মাত্রা খেয়ে ওনি অবাক। আশ্চর্যান্বিত রেজাল্ট।

নাক্সের রোগী আত্মহত্যা করতে চায় কিন্তু মৃত্যূকে ভয় পায়, তাই আত্নহত্যা করতে পারেনা।
নাক্স, মার্কসল, মার্ককর তিনটি ঔষধই আমাশয়ে ব্যবহার হয়। তিনটি ঔষধ পেট ব্যাথা করে পায়খানায় যায়। নাক্স পায়খানায় বসলে একটু সাদা বিকার গিয়ে তার পায়খানায় বেগ চলে যায়। মার্কসল ও মার্ককরে ব্যাথা যায় না, তবে এ দুটোকে আলাদা করার জন্য এটা মনে রাখলেই চলবে যে- মার্কসল কোথানি থাকলেও আমের পরিমান বেশি থাকে, কিন্তু মার্ককরে কোথানির সাথে রক্তের পরিমান বেশি থাকে।

Nux-Vomica: অন্যতম শ্রেষ্ঠ Polychrest নাক্স ভমিকার অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ বা বৈশিষ্ট্য হল:
১) শীতকাতর
২) স্পর্শ কাতর
৩) পরিচ্ছন্নতা

লক্ষণ: হিংসুক, রাগী, ঈর্ষা পরায়ন, নাক্স তিন মায়াজমের কোনটিতে পড়ে? (Nux-Vomica non miasmetic medicine) রাত জেগে শরীর খারাপ বা অতি ভোজনে শরীর খারাপ হলে একমাত্রা Nux Vom দেন এবং রাত্রীতে নাক বন্ধে নাক্স উপযোগী। নাক্স শব্দ, গন্ধ, আলো সহ্য করতে পারে না। বড়ই অসহিষ্ণু। অল্পে tention feel করে, কোথাও যাওয়ার পূর্বে ঘন ঘন bath room যায়। নাক্স পক্ষাঘাত, আক্ষেপ,নর্ভের ব্যথা,পেশীর টানে ব্যবহার হয়। নাক্সের রুগী ব্যাথায় ধনুকের মতো বেঁকে যায়, ধনুষ্টঙ্কারের ন্যায়। নাক্সের ভোর ৩- টার পর থেকে ঘুম আসে না। আর্সেনিকের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন।

sweating, thirsty, tongue picture must be added about merc sol. chilly patient, mentally anger and stool picture about nux. And severe pain with blood takes merc cor.

এক কথায় মার্কসলে পায়খানা হবার পরও পেটব্যথা থাকে আর নাক্স এ পায়খানা হবার পর পেটব্যথা থাকে না। অন্যদিকে মার্ক করে কোথানির সাথে রক্তের পরিমাণ বেশি থাকে, কোথানির সাথে রক্ত নির্গমন- মার্ককরের প্রধান বৈশিষ্ট্য।

কম্পারেটিভ স্টাডি- ৫
when any patient come to your clinic, first think, is the patient psoric, syphilitic, or sycotic ? We should think the character of patients than diseases. Nux patient hinsuk, bod mejaji, sit kator, continuous feel for toilet. stool clear hoy na. mone hoy r ektu korle valo hoto, stool with pain but after toilet no pain. Nux is the greatest of polychrests, Cannot bear noises, odors, light. Nux is pre-eminently the remedy for many of the conditions incident to modern life. Nux Q is poison and is banded in Canada but it is available in some country হোমিওপ্যাথিতে কেউ কখনো পূর্ণাঙ্গ ডাঃ ও পূর্ণাঙ্গ ছাত্র হতে পারে না। life time shes hoye jabe but homeo study complete hobe na.

এলকোহলে আসক্ত রোগীদের চিকিৎসায় নাক্সকে খুব ভাল একটি ঔষধ হিসেবে বিবেচনায় রাখা উচিত। অধিক মসলাযুক্ত খাবার খেয়ে অসুস্থ হলেও নাক্সের কথা বিবেচনায় আনতে হয়। রাত জেগে ফেসবুক চালিয়ে বা পড়াশুনা করে অসুস্থ হয়ে গেলে। বর্তমান যুগকে নাক্সের যুগ বলা যেতে পারে। মানুষ যেমন রাত জাগে তেমনি মশলা জাতীয় গুরুপাক খাবার খেয়ে অসুস্থ হয়। অনেকের ঘুমের সমস্যাসহ নিষ্ফল মলবেগ ও কোষ্টবদ্ধতাতো আছেই। রোগের কারণে খিটখিটে।

তোমার ঘরে যদি কেবলমাত্র ৩ টি ঔষধ থাকে তাহলে তুমি যে কোন ধরণের রোগের মোকাবেলা করতে পারবে।ঔষধ তিনটি হল : একোনাইট ,আর্ণিকা ,নাক্স।-ডা.সি.এস.কালী। Nux-এর ক্ষেত্র তৈরি হয় :

1)যারা শরীর চর্চা করেন না।
২) সারাদিন বসে কাজ করেন।
3)কেবলমাত্র মানসিক পরিশ্রম করেন।
4)যারা রাত জাগেন।যেমন-Students,Nurse,Night Gurd, Trac Driver.
5) অতিরিক্ত স্ত্রী সহবাস করলে বা Self Abuse (Masturbation)।নতুন বিয়ের পরেও হতে পারে।
6)মাদক দ্রব্য গ্রহণ করলে।
7)Allopathic-উগ্র ঔষধ গ্রহণ করলে।
8)গুরুপাক দ্রব্য ভোজন করলে।
9)Bufo ,Phosphorus-এর রোগীকে Bufo,Phosphorous-দিয়ে চিকিৎসা না করলে।


একটি মাত্র লক্ষণ ঔষধ নির্বাচন করা ঠিক না।যদি তা অদ্ভুত লক্ষণও হয়। ডাক্তার কেন্ট নিষেধ করে গেছেন। তিনি এভাবে ঔষধ নির্বাচন করলে একসময় তা বদ অভ্যাস হয়ে দাঁড়াবে। বলে মন্তব্য করেছেন। যেখানে রোগের কারণ অনিদ্রা এবং অতিরিক্ত স্ত্রী সহবাস ,স্নায়বিক দুর্বলতা সেখানে নাক্স। Nux-টক ,ঝাল ,তিতা পছন্দ করে। আনকমন লক্ষণ : 1) গলায় আঙুল দিয়ে বমি করে। 2) নিষ্ফল মলত্যাগের ইচ্ছা।রোগী ডাক্তারকে বলে ওষুধ দিন বাহ্যে হয় মত।

Dr. Shafiqul Islam I got a patient 10 years old.He had vertigo & headache with constipation.He could not want to go any party.He did not give his things to anyone. (N V 30) was given.Then he was overcome to his health. Anger from Light, Noise Ineffectual urge for stool POINTERS TO REMEDY: 1) Anger when obliged to answer or on being disturbed. 2) Anger noise, light 3) Ineffectual urge for stool OTHER INDICATIONS: 1) Anger on himself 2) Angry/irritable when disturbed or asked what he wants or if question is repeated twice. 3) Irritable by T.V, light, children, noise. 4) A/F Antibiotics. 5) Stools-ineffectual urge Remedy Relationship Chart: REMEDY HOT CHILLY Nux Vomica Sulph, Mag-m, bry, Cactus, Carbo-veg, Colch, Lyc Calc, Ipecac, Kali-c, Sep, Ars, Phos, Bell, Rhu Dr Kabi Bacchu নাক্স ভমিকা । সুত্র হিংসুক ,কলহপ্রিয়,ক্রদ্ধ স্বভাব , এ’দের দেহে ফলে নাক্সের পুর্নপ্রভাব । কু ভোজন,জাগরন ,ঔষধ অপপ্রয়োগ . হেতুতে হয় যদি অজীর্ন বা নানা রোগ । নিষ্ফল মল প্রবৃতি ,চৈতন্য যুক্ত টন্কার , বিবমিষা ,পেটফাঁপা , তিক্ত বা অম্ল উদগার । অতিরিক্ত শীতসহ প্রতে বাড়ে জ্বর , দীর্ঘাস্থায়ী অতি ঋতু , নাক্সে নাশে নিরন্তর । ডাঃ রাধারমন বিশ্বাস বি এ মহোদয়ের মনোলক্ষন ও মেটেরিয়া মেডিকা থেকে একটি রোগীলিপি সংকলন । একদিন এক অসচ্ছরিত যুবক এসে জানালো “সে যখন প্রশাব করতে যাচ্ছে তখন প্রশাবের পরিবর্তে রক্ত বের হচ্ছে এমটি ৩বার হয়েছে । কেন এমন হোল প্রশ্নের উত্তরে জানালো গত রাতে এক মহিলার সংগে ৫/৬বার সম্ভোগ করেছে ।এবং সে ঐ কুকর্ম করার জন্য যেন পাগল হয়ে পড়েছিল । তাকে নাক্স ২ঘন্টা পর পর ৪বার দেওয়ায় সম্পুর্ন সুস্থ হয় ।অমিতাচার ও রাত্রি জাগরনের শ্রেষ্ঠ ঔষধ নাক্স । *** আমি তখন ৭ম শ্রেনীর ছাত্র । ১।একদিন সকালে পড়ছি ।এক প্রতিবেশি এসে মাকে বললো চাচি আমার ভিষন পেট খারাপ হয়েছে ঔষুধ দেন ।মা তার কথা শুনার পর আমাকে নাক্স বাক্স থেকে বের করে দিতে বললে আমার পড়ার টেবিলে থাকা বাক্সথেকে নাক্স বের করে দিয়ে এলাম । ২1কয়েক দিন পর ঐরম আর একজন পেট খারাপের কথা বল্লে মা দিতে বললেন । ক্যালকেরি কার্ব । ৩1 অন্য একদিন আর একজন পেট খারাপের কথা বলায় দিতে বললেন পালসেটিলা । পরে আমি মা এর কাছে জানতে চাইলাম এক ই পেটখারাপে ৩জনকে ৩রকম ঔষধ দেওয়া হোল কেন । মা বল্লেন প্রথম রহিম রাতে খাবার পর যাত্রা দেখে রাত জাগায় পেট খারাপ হয়েছিল । তাই তাকে হয়েছিল নাক্স । রাতজেগে পেট খারাপ করলে নাক্স । ২।রতনকে দেওয়া হয়েছিল ক্যলকেরিয়া কার্ব ।কারন ওর পেট খারাপ হওয়ার আগের দিন ২/৩টা ডিম খেয়েছিল ।ডিমখেয়ে পেট খারাপ হলে ক্যালকেরিয়া কার্ব ৩।হাকিম রাতে বিয়ে বাড়ি যেয়ে ঘি এর পোলাও খেছিল তাই পেট খারাপে দেওয়া হয়েছিল । ঘি ,তেল ,জর্বিজাতীয় খাবার খেয়ে পেট খারাপ হলে পালসেটিলা । সে ঘটনা ১৯৬২ সালের আজ থেকে৫৪বছর আগের কথাগুলি স্বর্নাক্ষরে আজো রয়েছে আকা।আমি এলক্ষনে অনেক রোগীর রোগ নিরাময় হতে দেখেছি । ***আজই এক ভদ্রলোক আমার চেম্বারে এসে হাতে ১টা কাগজ দিয়ে ঔষুধটা আছে কিনা জানতে চাইলো । কাগজে লেখা নাক্স ভোম মাদার হাফ আঃ । খাবার নিয়ম ৫ফোঁটা ঔষধ দৈনিক তিনবার আহারেরে পুর্বে বা পরে ১চামুচ পানিতে মিশিয়ে খাবেন । আমি বললাম আপনি কি ব্যস্ত? ব্যস্ত না হলে একটু দয়া করে বসেন । ভদ্রলোক খুব ব্যস্ত বসবেননা । আমি বললাম ঔষটা নাই । কি বা ,ব লি ব , ভা ই । বলার ভাষা খুজিয়া পাই নাই । বাংলা .কুঁচিলা ল্যাটিন ও ইংরাজি ,! Nux vomica. নাক্স ভোম । অতিরজঃ-অগ্রগামী ও দীর্ঘস্থায়ী ঋতুলক্ষনে ক্যালকেরিয়া কার্বের সংগে নাক্সের তুলনা হয় ।অকৃতি প্রকৃতিদ্বারাই ২টির পার্থক্য নির্নয় হয় । শীর্নকায় ,উগ্রস্বভাব ও খিট খিটে মিজাজ রোগিনীর নাক্স ভোম । স্থুলকায়া ,মৃদুস্বভাবা ও শান্ত শিষ্ট রোগিনীদের সি .সি । *** অত্যান্ত কোথ সহ শেওলা শেওলা রক্তাক্ত আম যুক্ত মল ত্যাগ মার্ক সল ও মার্ক করে র প্রায় একই লক্ষন ।প্রভেদ হোল মলভাগ বেশী থাকলে এম এস . রক্তের ভাগ বেশী থাকলে এম সি । রক্ত আমাশায়ের প্রথম অবস্থায় জ্বর ও ঐরুপ সবুজ বর্ন রক্তাক্ত মল লক্ষনে নাক্স ভোমের সংগে তুলনা হয় । নাক্সে মল ত্যাগের পর কোথ থাকেনা । কিন্তু মার্কের রোগী কোথ থামে না । রক্ত আমাশয়ে এলোজ ও পডোর সংগে ও মার্কের তুলনা হয় । অতিঘাম চিকিৎসায় নাক্স ভোম ।৩0 বা ২সি । শরীরের একপাশে অথবা শুধুমাত্র উপরাংশে রাত ১২টার পর অথবা ভোরে টক গন্ধযুক্ত অথবা দুর্গন্ধযুক্ত ঘাম নিবারনে ব্যবহৃত হয়। Dr Shaheda Akter অপরিমিত জীবন যাপনের কুফলের শ্রেস্ট ঔষধ হলো নাক্স।বর্তমান সমাজের কঠিন প্রতিযোগিতায় শরীর ও মনের উপর যে প্রচন্ড চাপ পড়ে এবং তার ফলে যে শারিরীক/ মানসিক প্রতিক্রিয়া দেখা দেয় সবই নাক্স এর আওতাধীন।নাক্স এর প্রধান লক্ষণ হলো এটি— পায়খানা কখনো ক্লিয়ার হয়না।পেট মোচড়ানি দিলে পায়খানায় যায় কিন্তূ পায়খানা ক্লিয়ার হয়না,মনে হয় যেন রয়ে গেছে,এক কথায় নিস্ফল মলবেগ। অতিরিক্ত মশলা,তৈলাক্ত খাদ্য,ভাজা পোড়া,চা,কফি,সফট ড্রিংকস,এলকোহল গ্রহন করা,, ঘুম মারা,অতিরিক্ত টেনশন,শারিরীক পরিশ্রমের তুলনায় মানসিক পরিশ্রম বেশি করা,সাক-সব্জির পরিবর্তে প্রাণীজ খাদ্য গ্রহন করা যার ফলে পাকস্থলিতে অতিরিক্ত চাপ পড়ে এর পরিনতিতে লিবার দুর্বল হয়ে রোগীর হজম ক্ষমতা কমে যায় এবং খাদ্য প্রাণ গ্রহন করার ক্ষমতা কমে যায় যার ফলে পেট ফাঁপা, Dyspepsia, Indigetion, Hepatomeghaly, Insomnia, Neuresthenia, অবসাদ বা মানসিক অবসাদ,ধৈর্যহীনতা,অতিরিক্ত রাগ ক্ষোভ,প্রতিবাদ সহ্য করতে না পারা এই সব লক্ষনে নাক্স অত্যন্ত কার্যকরি। কোস্টবদ্বতার ফলে Anus Musel এ সুক্ষ সুক্ষ ফাঁটা দেখা দেয় এই ফাঁটা থেকে Pils, Fissur ও হয় এবং রক্তপাত হয়, প্রচন্ড যন্ত্রণা ও হয় এসব গুলোতে নাক্স কার্যকরি। শততমিক হলে আমি এভাবে দেই ২০০ দিয়ে ১ সপ্তাহ পর সালফার ২০০ দেই।এর পর ১ মাস আর কোন ঔষধ দেইনা। মাঝখানে ফাইটাম দেই। ১মাস পর আবার নাক্স এর লক্ষণ থাকলে আবার নাক্স 1M দেই।১ মাস পর আবার সালফার 1M দেই। নাক্স একটা মানসিক লক্ষণ হলো! Haypochondriasis অর্থ – রোগ রোগ বাতিক- রোগী সামান্য কিছু হলেই মনে করে তার তার কঠিন কোন রোগ হয়েছে,অল্পতেই ক্যান্সার হওয়ার আশংকা করে। *** আমার মেয়ের স্কুলের ম্যাডাম।ভোর বেলা হাঁটতে বের হলে প্রায় তার সাথে আমার দেখা হয়।আমাকে তার পাইলস্ এর কথা বললেন।তখন আমি জিজ্ঞেস করলাম পাইলস এর জন্য কি চিকিৎসা নিয়েছেন।এবং কি উপকার হলো? তিনি বললেন বহু এলোপ্যাথিক ঔষধ খেয়েছি কিন্তূ কোন কাজ হয়নি।উল্টা আমার পায়খানাই বন্ধ হয়ে গেছে।এভোলক সিরাপ না খেলে পায়খানা হয়না।তারপর সে একদিন চেম্বারে এলো।আমি তার পুর্নাঙ্গ রোগীলিপি নিলাম।এবং নাক্সের পর্যাপ্ত লক্ষন পেয়ে নাক্স দিয়ে চিকিৎসা শুরু করলাম।কিন্তূ রোগীর পাইলস বংশগত ভাবে পেয়েছে তাই পরবর্তীতে থুজা ও মেডো দিতে হয়েছে।নাক্স তাকে ৬০% ভালো করেছে।বাকী কাজ থুজা মেডো করেছে। *** বর্তমানে প্রায় অনেক ডাক্তারদের মাথায় এই ধারনাটা সেট হয়ে গেছে যে এলোপ্যাথি বা হোমিওপ্যাথি যেই ঔষধ খেয়েই আমার সামনে আসুক আগে এন্টিডোট হিসেবে নাক্স এক ডোজ তো দিতেই হবে।কিন্তূ আমার স্যার এই নিয়মের ঘোর বিরোধী।তিনি বলেন যে সুনির্বাচিত ঔষধটিই পুর্বের ঔষধের এন্টিডোট হিসেবেও কাজ করবো এবংরোগ আরোগ্য ও করবে।এলোপ্যাথিক হলে তাও নাক্স দেওয়া যায়।কিন্ত হোমিওপ্যাথিক হলে যেকোন বিপদ ঘটতে পারে।কারন রোগী যদি পুর্বে জিঙ্কাম মেট খেয়ে আসে তাহলে তাকে কোন ভাবে তাকে নাক্স দেওয়া যাবেনা।এতে মারাত্নক ক্ষতি হয়ে যেতে পারে।নাক্স ও জিঙ্কাম মেট শত্রুভাবাপন্ন ঔষধ।বাংলা . . Dr Nazir Ahmed নাক্স অল্পমাত্রায় খেলে ক্ষুধা,বল ও রতিশক্তি বৃদ্ধি পায়।বেশী খেলে ষ্টীকনিয়ার মত ধনুষ্টঙ্কার রোগের লক্ষণ সমূহ প্রকাশ পায়।-ডাঃ এন.সি. ঘোষ। তাই পরিমিত মাত্রায় সেবন করা উচিত। হোমিওপ্যাথির সব ছেয়ে আদরনীয় ও প্রধান ঔষধ দুটি? কি কি প্রশ্ন রইল সবার কাছে Dr. Afjal Islam নাক্স এর রোগীর চেম্বারে প্রকাশিত একটি সুন্দর লক্ষণ হলো আপনি তাকে প্রশ্ন করবেন আর এতে সে বিরক্তবোধ করবে । একটা পর্যায়ে সে রাগে খটখট করে আপনাকে বলবে এত প্রশ্ন করেন কেন. ?? এত প্রশ্ন না করে আমার সমস্যার ঔষধ দেন । রোগের কথাতো বলছিই আপনাকে । রেপার্টরীতে এই আচরণটির রুব্রিক হলো — Anger — answer; when obliged to —–নাক্সের মার্কামারা একটি বৈশিষ্ট্য হলো সকালে বৃদ্ধি । মানসিক বা শারীরিক যেকোন ক্ষেত্রে সকালে বৃদ্ধি; সকালে বিষন্নতা; দুঃখবোধ সকালে ইত্যাদি Zakir Hossain(Homeopath)😎 Strychnos Nux-vomica : Painful Erections : Dr. Hartmann Fervent sexual impulses with frequent, painful erections in the morning hours, are quickly cured by NUX VOMICA, if there is no gonorrhoea. Remedy : Nux-v Full Name : Strychnos Nux-vomica Clinical Condition : Potency and Repetition Author : Dr. James B.Bell Dose : Single dose Potency : High potency Clinical Tips : It is often well to give a single dose of a high potency of NUX-V, a few hours before beginning with Phos, particularly in cases coming from allopathic hands. Prof. Mohibbur Rahman. Nux vom: nux Q a more poisonous medicine in our materia medica.Some illiterate/quack homoeopaths and some homoeopathy medicine producers/company uses nux Q,for improved sexuality, digestion, weakness etc,but they are unknown its alkaloids is strychnyn,and strychnyn is one of the most poisonous medicine. Strychnyn reacts In cns(central nerve systems) and produced convulsions, if over doses or continued convulsions patients may be died,for this I asked all honourable homoeopaths, please don’t used nux Q.Some times at first may be poor improved but its side effects is continued. Dr. Rongin Nokhotro. এক আঙ্কেল তার বয়স প্রায় ৫০। কিছুদিন আগে বলল যে তার অনেকদিন যাবৎ পায়খানা ক্লিয়ার হয় না, অনেক এলোপ্যাথি ঔষধ খেয়েছেন কাজ হয়নি। পায়খানা রাস্তা ফুলে গেছে বসে কাজ করতে পারে না ভিতর থেকে কিছু বেরিয়ে আসতে চায়। উনি আবার নাইট গার্ড। রাতে ডিউটি করতে হয়। তাই উনাকে আমি নাক্স দিই।। কিছুদিন পর আংকেল এসে বলল পায়খানা আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়েছে কিন্তু পায়খানার সাথে ব্লাড যাচ্ছে তাই শরীর খুব দুর্বল। পায়খানার পর জ্বালা আছে। তখন আমি নাক্স ও সালফার অল্টানেট করে দিই। এভাবে ১মাসের ভিতর ঐ আংকেল পুরুপুরি সুস্থ হয়েছেন আল্লাহর রহমতে।।(রঙ্গN.V & Sulpher কত শক্তি দিয়েছেন ।) ( প্রথমে নাক্স ৩০ ও ২০০দিয়েছিলাম। পরে এম২ থেকে চালিয়েছি।। সালফার এম ২-৪ পর্যন্ত গিয়েই পুরুপুরি ঠিক হয়েছে।) আসলে ঔষধ প্রয়োগ সম্পর্কে তেমন জানার সুযোগ পাইনি। আমাদের কলেজে স্যারদের প্রশ্ন করলে স্যাররা রেগে যান। আর আমার বংশে কোন হোমিও ডাক্তার নেই। যেটুকু জানি সেটুকু মূলত ডাক্তার কাছ থেকে ঔষধ খেয়ে শিখেছি আর কিছুটা শিখেছি আমার এলাকার এক ডাক্তারের কাছ থেকে। আর এখন শিখতে পারছি এই গ্রুপ গুলোর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।*** নাক্সের আর একটা বিশেষ লক্ষণ আছে যা আমি অনেক অনেকদিন আগে দুই ডাক্তারের কথোপকথনের মাধ্যমে জানতে পেরেছিলাম এবং পরে আমি পরীক্ষা করেও দেখেছি সেটা হল- যদি কারো কিছুদিন পর পর বা সবসময় নিচের ঠোটের মাঝখানে ফেটে যায় এবং ঠোট গরম থাকে তাহলে নাক্স প্রয়োগ করলে তা চিরতরে নির্মূল হয়।। Dr.Mohibbur Rahman Our some physicians uses sulphur at morning and nux at night in a day,it’s not correct, I dislike it,if nux is medicine then use only nux,after duration of nux use sulphur for permanent actions of nux,not morning and evening. *** Nux vom: nux Q a more poisonous medicine in our materia medica. ………………………that’s why Canada homeo company don’t make some Q from 2 years and they informed us those Q is not good for health. may be all Q will be out from market very soon. Q is herbal product. only potency is homeopathy medicine………………homeopathy medicine company is totally controlled by Health Canada. Dr Sonjoy Das *** It is useful to those persons who lead a sedentary life, doing much mental work; or to those who remain under stress and strain of prolonged office work, business cares and worries. Dr.Md sakhawat Hossin হিক্কা ======= এই হিক্কা কলেরা রোগেই হোক বা অতিরিক্ত গরম ঔষধ প্রভৃতি সেবনের ফলেই হোক বা অজীর্ণ দোষ বা স্নায়ুবিক কারনের জন্যেই হোক অথবা ডায়েফ্রাম পেশীর আক্ষেপিক আকুঞ্চনবশতঃই হোক, নাক্স-ভমিকা অব্যর্থ । হিক্কা রোগে সর্বপ্রথমে নাক্সের কথাই মনে পড়ে । নাক্সে উপকার না হলে অন্য ঔষধের কথা ভাবতে হবে । তুলনীয় <> কলেরা রোগীর যখন অত্যন্ত পেট-ফাঁপার সঙ্গে হিক্কা হয়, রোগী হিমাঙ্গ হয়ে পড়ে, তখন কার্বোভেজ প্রয়োগ করতে হয় । কিন্তু আহার বা পান করবার একটু পরেই অর্থাৎ ভুক্তদ্রব্য পাকস্থলীর মধ্যে গরম হয়ে গেলেই বমি ও হিক্কা হলে ফসফরাস কার্যকরী ঔষধ । ইগ্নেসিয়া > হিষ্টিরিয়া ধাতুর রোগীদের হিক্কায় উপযোগী । কিছু খাওয়ামাত্র হিক্কা এবং নাভির চারিদিকে খামচানো প্রকৃতির বেদনা এর নির্দিষ্ট লক্ষণ । সাইকিউটা > অনেক দিনের স্থায়ী হিক্কার সবচেয়ে ভালো ঔষধ । এর হিক্কা উচ্চশব্দকারী এবং অনবরত হয়ে থাকে । অনেক ক্ষেত্রে দেখা যায়, যে একনাগাড়ি ৫/৭ দিন পর্যন্ত সমানভাবে হিক্কা হয় । ঘুমোতে ঘুমোতে হিক্কা । ক্রিমির জন্যে এরকম হিক্কা হলে সাইকিউটা ও সিনা উপযোগী । এমিল-নাইট্রেট > হিক্কা কিছুতেই না ক্মে যদি বাড়তে থাকে তবে কয়েক ফোঁটা ১ক্স শক্তির এই ঔষধ রুমালে ঢেলে রোগীকে শুঁকতে দিলে উপকার হয় । ম্যাগ-ফস > এই ঔষধ ৩ক্স বা ৬ক্স শক্তি গরম জলে মিশিয়ে ১০-১৫ মিনিট অন্তর প্রয়োগ করতে উপদেশ দেন । অ্যাসেটিক-অ্যাসিড > মুল ঔষধ বা ভিনিগার ৮-১০ ফোঁটা জলে মিশিয়ে ৪/৫ বার খেতে দিলে হিক্কার উপশম হয়ে থাকে । Dr.Shariful Islam যতদুর জানি মার্ক কর অনেকে ব্যবহার করেন আমাশয় এর রক্তের ভাগ বেশী দেখে। আমাশযে মলদ্বার আগুনের মত জ্বালায় মার্ক কর হবে- রক্তের ভাগ দেখে নয় – তাই নয় কি? Mahmudul avarice mind of nux:business averseto worn out,from. abusive without being ambitious anger anxeity with Abandoned, ailments from being ign 1504 Abuse, ailments from, IGN nux-v 1506 Admonition, ailments from ign nux-v 1508 Ambition, ailments from deceived ign nux-v 1509, Anger, ailments from IGN NUX-V 1513 Anticipation, ailments from IGN nux-v 1529 Business, ailments from


বিষক্রিয়া লক্ষণঃ
অধিক মাত্রায় সেবন করিলে ইহা মেরুদন্ডের উপর ক্রিয়া প্রকাশ করে। গ্রীবা ও চোয়ালের পেশীর আক্ষেপ উপস্থিত হয় এবং হাত পা কাঁপিতে থাকে। শ্বাস প্রশ্বাসে কষ্ট কোধ হয় কিছুক্ষণ পর অন্যান্য পেশীরও আক্ষেপ জন্মে। বেশি মাত্রায় সেবন করিলে ধনুস্টঙ্কার রোগের ন্যায় অবস্থা উপস্থিত হয়। চোয়াল শক্ত হইয়া হাত শক্ত হইয়া যায় এবং হাতের তালু মুষ্টিবন্ধ থাকে। বার বার আক্ষেপ হেতু শরীর দুর্বল হইয়া পড়ে, নাড়ী ক্ষীণ হয় বা কখনও শ্বাসরোধ হইয়া মৃত্যুমুখে পতিত হয়।